কোন পথে বাংলাদেশ?


আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারী আওয়ামীলীগের পূর্ব নির্ধারিত মশাল মিছিল ও হরতালকে কেন্দ্র করে বর্তমান ইউনুছ সরকার আওয়ামীলীগ সমর্থকদের মিথ্যা মামলায় এমনকি কোন অজুহাত ছাড়া মামলাবিহীন ধড় পাকড় শুরু করেদিয়েছে।শুধু মাত্র আওয়ামীলীগ সমর্থন করাই তাদের জন্য কাল হয়ে দাড়িয়েছে।গত কয়েক দিন ধরে পুরুষ শুন্য আওমী পরিবার।গ্রেফতারের ভয়ে বাড়ি ঘর ছেড়ে অনেকে আত্নগোপনে আছেন।ফলে প্রতিনিয়ত দূর্ভোগ পোহাচ্ছে তাদের পরিবার।শুধু মাত্র রাজনৈতিক প্রতিহিংসার বশিভুত হয়ে এমন নেক্কার জনক নজির বিহীন ধড় পাকড়াও ইউনুছ সরকার কার স্বার্থে,কাকে খুশি করতে শান্তিপ্রিয় প্রিয় মাতৃভূমিকে আশান্ত করে তুলছে?

গত কয়েক দিন ধরে সাদা পোষাকি কিছু লোক পুলিশ পরিচয় দিয়ে অনেক আওয়ামী সমর্থককে নিজ বাসভবন থেকে তুলে নিয়ে গেছে।মুসলমানদের পবিত্রতম স্থান মসজিদে নামাজ আদায় করতে গিয়ে রেহাই পাচ্ছেনা আওয়ামী সমর্থকরা।গত ১৬ ফেব্রুয়ারী পবিত্র মাগরিবের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে মসজিদ গেটেই গ্রেফতার হন সিলেট সিটি কর্পোরেষনের সাবেক( ভারপ্রাপ্ত) মেয়র ও ২৭ নং ওয়ার্ডের বারবারের নির্বাচিত (সাবেক)কাউন্সিলর জনাব আজম খান।যিনি ছিলেন সর্ব মহলে সম্মানিত একজন পরিচ্ছন্ন রাজনীতিবীদ।যার জন্য আওয়ামী শাষন আমলে তার ওয়ার্ডে বিরুদি দলিয় বিশেষ করে বিএনপি, জামাত সমর্থকদের হয়রানী কিংবা মিথ্যা মামলায় ফাসানোর শাহষ সরকার দলীয় লোক করতে পারেনি এমনকি প্রশাষন তার ওয়ার্ডে মিথ্যা মামলায় কাউকে গ্রেফতার করার সাহস দেখায়নি।এমন নির্লোভ নিরংকার পরিচ্ছন্ন রাজনীতিবীদ লোকটি ইউনুছ গং দের নোংরা রাজনীতি থেকে রক্ষা পায়নি।স্থানিয়দের মতে নামাজ শেষ করে মসজিদ থেকে বের হওয়া মাত্র সাদা পোষাকদারী মোটরবাইক আরোহি একদল লোক এসে তাকে নিয়ে যায়।তার বাড়ির লোকজন স্থানিয় মোগলা বাজার থানায় যোগা্যোগ করলে থাকে গ্রেফতার দেখানো হয়।তার বিরুদ্ধে মামলার বিষয় জানতে চাইলে শুধু মাত্র উপর মহলের চাপ আছে বলে পুলিশ জানায়।কারা এই উপর মহল জাতি জানতে চায়।দেশের এই ভয়াবহ সৈরাচারি পরিস্থিতে আমরা যারা আওয়ামী পরিবারের সন্তানেরে ভিন দেশে আছি কিভাবে ভালো থাকব? দেশে আমার পরিবার আতংকে সংকটে আছে আমি কিভাবে ভালো থাকব এই প্রহশনের শেষ কোথায়???

|| মুহিতুর রহমান ইমন (নিজস্ব প্রতিবেদক, সাপ্তাহিক ক্রাইম দর্পন ||

Author Profile

Related posts

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বাণী

নিরাপত্তা নিয়ে চরম শঙ্কায় মানুষ; কী করছে পুলিশ, সেনা ও র‍্যাব

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবৃতি