আওয়ামীলীগ নেতার বসত বাড়িতে হামলা।

গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যকারী সদস্য জনাব অজিউর রহমান ছানা মিয়ার বাড়িতে গত ১২/০৯/২০২৪ তারিখে জামাত- শিবির,বিএনপি ও ছাত্র আন্দোলনের স্থানিয় কিছু নেতার হামলায় ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটেছে।এসময় তার বসত বাড়িতে উনার অসুস্থ বৃদ্ধা মা,ও প্রবসী ছোট ভাইয়ের স্ত্রী উপস্থিত ছিলেন।উনার ছোট ভাইয়ের স্ত্রী বলেন ঘটনার দিন বেলা অনুমানিক তিন ঘটিকার সময় দুপুরের খাওয়া- দাওয়া শেষে উনার অসুস্থ শাশুড়ি কে উনি ঔষধ খাওয়াচ্ছিলেন,এসময় ঘরের বাহিরে চেচামেচি ও চিৎকার শুনে উনি ঘরের ভিতর থেকে বের হলে উল্লেখিত সন্ত্রাসীরা উনার কাছে ছানা মিয়ার সন্ধান জানতে চায় |

তখন তিনি ছানা মিয়া বাড়িতে নাই বলে জানান।এ সময় উপস্থিত স্থানিয় জামাত শিবির, বিএনপি ও ইউনুছ সরকার সমর্থক সন্ত্রাসীরা তার বাড়িতে ব্যাপক ভাংচুর ও ধ্বংশ যঞ্জ চালায়। অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে।এবং ছানা মিয়াকে না পেলে তার পরিবারের ক্ষতি করবে বলে হুমকি প্রদান করে।সন্ত্রাসীদের এমন ভয়ানক কর্ম কান্ডে অভিবাবক বিহীন তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।স্থানীয় প্রতিবেদকের সাথে আলাপ কালে উনার ছোট ভাইয়ের স্ত্রী জানান বর্তমানে পুরুষ শুন্য পরিবারে উনারা সবসময় ভয় ও আতংকের মধ্যে থাকেন।ভয়ে উনার স্কুল পড়ুয়া একমাত্র সন্তান স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছে।এদিকে উনার শাশুড়ির অবস্থাও ভালো নয়।এমন পরিস্থিতিতে তিনি কি করবেন ভেবে পাচ্ছেন না।এই ভয়ানক পরিস্থিতির শেষ কোথায় তা ও জানেন না।তার অনুরুধ দেশবাসী যেন তাদের রক্ষায় এগিয়ে আসে |

Author Profile

Related posts

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বাণী

নিরাপত্তা নিয়ে চরম শঙ্কায় মানুষ; কী করছে পুলিশ, সেনা ও র‍্যাব

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবৃতি