Bangladesh Crime Politics বনানী থেকে আওয়ামী লীগ নেতার ভাই নিখোঁজ, পরিবারের দাবি—পরিকল্পিত অপহরণ Abdul Karim RimonAugust 23, 202405 views নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের বনানী থানার মহাখালীর দক্ষিণ পাড়া এলাকা থেকে নিখোঁজ হয়েছেন আওয়ামী লীগ নেতা মো. মাহাবুব হাসান রুমনের ভাই মো. হাবিবুর রহমান সামু। পরিবারের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, মো. হাবিবুর রহমান সামু মহাখালীর দক্ষিণ পাড়ায় নিজ বাসায় স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন। গত ২০ আগস্ট ২০২৪, মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো তিনি কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। সকাল ৮টার দিকে তিনি বাড়ি থেকে রওনা দেন এবং দুপুর ১টার দিকে তার স্ত্রীর সঙ্গে শেষবারের মতো মোবাইল ফোনে কথা হয়। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি আর কারও সঙ্গে যোগাযোগ করেননি। রাত গড়িয়ে গেলেও সামু বাসায় না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ করে সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হয়, কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি। ঘটনার পেছনে রাজনৈতিক সংঘাতের অভিযোগ স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার ঘটনার কয়েক দিন আগে, অর্থাৎ ১১ আগস্ট ২০২৪ সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা আওয়ামী লীগ নেতা মাহাবুব হাসান রুমনের বাসায় হামলা চালায়। ওই সময় বাসায় কেউ না থাকায় তারা সামুর স্ত্রীকে ভয়ভীতি ও হুমকি দেয়। পরিবারের দাবি, এটি নিখোঁজের ঘটনার পূর্বাভাস ছিল। এরপর ২০ আগস্ট সকালে সামু নিখোঁজ হন, যা পরিবার রাজনৈতিক প্রতিশোধের অংশ হিসেবেই দেখছে। রাত ১০টার পর পর্যন্ত বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে একাধিকবার কল দেন, কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়। পরদিন আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরিবারের জিডি ও অভিযোগ ঘটনার পর সামুর পরিবারের পক্ষ থেকে বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।জিডি নম্বর: ৩২১, তারিখ: ২২/০৮/২০২৪ ইং। জিডিতে অভিযোগ করা হয়েছে, মো. হাবিবুর রহমান সামুকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে। কারণ তার ভাই মো. মাহাবুব হাসান রুমন আওয়ামী লীগের সক্রিয় রাজনীতিক এবং দলটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরিবারের দাবি, গত ৫ আগস্ট ২০২৪ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই স্থানীয় বিএনপি ও জামায়াতপন্থী নেতা-কর্মীরা মাহাবুব হাসান রুমনের পরিবারের ওপর চাপ সৃষ্টি করে আসছে। তারা মাহাবুবকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায় এবং এতে ব্যর্থ হলে তার মা ও ভাইকে একাধিকবার হুমকি দেয়। জিডিতে আরও উল্লেখ করা হয়, মাহাবুব হাসান রুমন রাজনৈতিক অস্থিরতার কারণে বিদেশে চলে গেছেন। তাকে ফিরিয়ে আনতে না পেরে প্রতিহিংসার বশে তার ভাই সামুকে অপহরণ করা হয়েছে। Author Profile Abdul Karim Rimon Latest entries BangladeshJune 12, 2025সৎপূত্রদের অত্যাচার ও স্বামীর সম্পদ থেকে বঞ্চনার মুক্তি চান সমছুন্নেহার সমছুন BangladeshJune 6, 2025সীমান্ত পেরিয়ে পাথর চুরি, বিএসএফের গুলি-সাউন্ড গ্রেনেড BangladeshApril 19, 2025ঘুষ বাণিজ্যের অভিযোগে সিলেটে পুলিশ কর্মকর্তা বরখাস্ত BangladeshJanuary 5, 2025আওয়ামীলীগ নেতার বসত বাড়িতে হামলা।